মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সাহসী প্রিন্টে পুজোর সাজ

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২০ সেপ্টেম্বর ২০২৪ ২২ : ৩১Soma Majumder


আজকাল ওয়েব ডেস্ক: একটা সময়ে এদেশে আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ড ছিল ফ্যাশন শো আর র্যাম্পেই সীমাবদ্ধ। আমজনতার সাজে তা দাগ কাটত না সেভাবে। ছবিটা পাল্টাল গত কয়েক দশকে। হলিউড থেকে বলিউড হয়ে এ দেশের আপামর তরুণ প্রজন্ম এখন নজর রাখেন গ্লোবাল ফ্যাশন ট্রেন্ডে। পাশের বাড়ির ফ্যাশনিস্তাও সেজে ওঠে আন্তর্জাতিক সাজ-ধারায়। বিশেষত উৎসবের দিনগুলোয় কিংবা ঋতুমাফিক সাজে লক্ষ্য থাকে ট্রেন্ডিং হয়ে ওঠাতেই। তাহলে পুজোই বা বাদ যাবে কেন! আসুন জেনে নেওয়া যাক কোন কোন প্রিন্ট এবার পুজোর বাজারে হিট। 

অ্যানিম্যাল প্রিন্ট

এ বছরটার শুরু থেকেই ফ্যাশন দুনিয়ায় দাপুটে রাজত্ব চালাচ্ছিল নানা ধরনের বোল্ড অ্যানিম্যাল প্রিন্ট। এবার পুজোতেও তাই ভরা বাজার বাঘছালের ধাঁচে ক্লাসিক লেপার্ড প্রিন্ট বা সরু টাইগার স্ট্রাইপস কিংবা সাদাকালো জেব্রা প্রিন্টের। ব্র্যান্ডেড বা ডিজাইনার পোশাকে তো বটেই, সেই সঙ্গে তার অনুকরণে আমজনতার টিশার্ট, টপ, ড্রেস, স্কার্টে, এমনকী ব্যাগ, জুতো, টুপি সবেতেই জায়গা করে নিচ্ছে অ্যানিম্যাল প্রিন্ট। হলদে, কমলা, বাদামী, খয়েরি, কালো, ধূসর, নানা রঙে এই প্রিন্টের সাজ পার্টিতে কিংবা ঠাকুর দেখার ভিড়ে আলাদা করে নজর কাড়বেই।

ফ্লোরাল প্রিন্ট

ফুলছাপ অর্থাৎ ফ্লোরাল ডিজাইন বরাবরই বাঙালি তথা দেশি কন্যেদের পছন্দের প্রিন্ট। শাড়ি থেকে সালোয়ার কামিজ, কুর্তি থেকে ড্রেস, টপ থেকে স্কার্টসবেতেই তার অবাধ আনাগোনা। এ বছরটা বোল্ড প্রিন্টের। তাই উৎসব সাজে শাড়িই পরুন বা ড্রেস কিংবা অন্য কিছু, তাতে থাকতে রংবাহারি বিরাট আকার ফুলের প্রিন্ট। যেখানেই যাবেন, একমুঠো রঙিন উজ্জ্বলতা সঙ্গ দেবে আপনাকে।

সাইকেডেলিক প্রিন্ট

চোখ টানতে নিয়ন বা সাইকেডেলিক প্রিন্টের জুড়ি মেলা ভার। এবার ফ্যাশনে তাদেরও পাল্লা ভারী। সাদা, রুপোলি, নীল, বেগুনিতে ড্রেস, টপ, স্কার্ট, এমনকি শাড়িতেও জড়িয়ে রাখুন সাইকেডেলিক মায়ার পার্টি-মুড। নবমী নিশিতে বন্ধুদের জমাটি গেট টুগেদারে এই সাজেই হয়ে উঠুন না মধ্যমণি!

মনোক্রোমাটিক প্রিন্ট

সাদা-কালোর জাদুতে বরাবরই আস্থা রাখে ফ্যাশন-সচেতন জনতা। স্ট্রাইপ, চেক, জিয়োমেট্রিক বা ব্লক প্রিন্টে সাদা-কালোয় সাজিয়ে নিন শাড়ি-সালোয়ারের সাবেক সাজ কিংবা ড্রেস, টপ, টিশার্ট, ট্রাউজার্স, স্কার্ট। চোখ টানতে এই পুজোতেও মনোক্রোমের ম্যাজিকে আস্থা রেখেই দেখুন না!

শাড়ির সাজে প্রিন্ট

পুজো মানেই শাড়িএকথা নতুন করে বলার কিছু নেই। শ্রেষ্ঠতম উৎসবে বাঙালি নারীর পছন্দে এ সাজের পাকাপাকি আসন পাতা। শারদ-সাজে একদিকে যেমন সাবেক ধাঁচের শাড়ির বরাবরের কদর, তেমনই আধুনিক স্টাইলের শাড়ির প্রেমেও মজে থাকেন বঙ্গললনারা। নানা রঙের ব্লক প্রিন্ট থেকে উজ্জ্বল প্যাস্টেল শেডে প্রাকৃতিক দৃশ্য ও ফ্লোরাল প্রিন্টে নরম সিল্ক, মন্দির প্যাটার্ন থেকে গ্রাফিক মোটিফ, অ্যানিম্যাল প্রিন্ট থেকে অ্যাবস্ট্র্যাক্ট প্যাটার্ন, জিওমেট্রিক প্রিন্ট থেকে ডিজিটাল প্রিন্টের শিফন, সিল্ক, রেয়ননানা স্বাদের ছাপায় জমে যাক পুজোর মেজাজ।

শারদীয়ার দিনগুলোয় মনের মতো করে সেজে উঠতে কে না চায়! সেই সাজেই যদি সাহস করে বেছে নেন হরেক রকম প্রিন্ট, এ পুজোয় আপনিই অনন্যা!


নানান খবর

নানান খবর

চিপস খেয়েও ফিট থাকতে চান? জানুন স্বাস্থ্যকর চিপসের হরেক রেসিপি

ডায়েট থেকে শুধু বাদ এই ২টি জিনিস, তাতেই তরতাজা ৫৯-এর মিলিন্দ সোমন

অবসর হোক আরও রঙিন, কীভাবে শখের কাজে উপার্জনের সুযোগ পাবেন?

৬০ ছুঁইছুঁই বয়সেও 'যুবক' শাহরুখ! টগবগে যৌবন ধরে রাখার সিক্রেট ফাঁস করলেন খোদ ‘বাদশাহ’

উত্তরে কল্পা-কিন্নর, নৈনিতাল? নাকি দক্ষিণের উটি? গরমের ছুটিতে কোথায় যাবেন? রইল তিন শৈল শহরের সাত-সতেরো

অল্প বয়সে উঁকি দিচ্ছে টাক? এই সব অভ্যাসেই লুকিয়ে চুল পড়ার আসল কারণ

আপনি কি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু? সময় থাকতেই বুঝুন ৫ লক্ষণ, নইলে ভবিষ্যতে বিপদে পড়বেন

গ্যাস-অম্বলের সমস্যায় নাজেহাল? রোজের এই কটি অভ্যাসে বদল আনলেই বাড়বে হজম ক্ষমতা

পোষ্যরও হতে পারে দাঁতের যন্ত্রণা কিংবা ক্ষয়! কীভাবে চারপেয়ে সঙ্গীর দাঁতের যত্ন নেবেন?

গরমে আকাশছোঁয়া ইলেকট্রিক বিল? এসি চালানোর সময়ে এই কটি ভুল করলেই চড়চড়িয়ে বাড়বে বিদ্যুৎ খরচ

মাঝে আটার প্রাচীর, একই কড়াইতে ফুটছে আকুর তরকারি, অন্যপাশে সেঁকা হচ্ছে রুটি! যুবকের রন্ধনশৈলীতে হুলস্থুল নেটপাড়ায়

ঘুম থেকে উঠে পাঁচটি কাজের অভ্যাস তৈরি করুন শিশুর মধ্যে, বড় হয়ে মানুষের মতো মানুষ হবে সন্তান

পশ্চিমবঙ্গে কত শতাংশ নারী মদ্যপান করেন? কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান জানলে চোখ কপালে উঠবে!

দাম বেশি, কিন্তু নিয়মিত এই ফল খেলে ছুঁতে পারবে না হৃদরোগ! প্রতিদিন সকালে পেট খালি হবে ঝরঝর করে

রবিবারের নৈশভোজে নতুন কিছু খেতে চান? বানিয়ে ফেলুন জিভে জল আনা গঙ্গুরা চিকেন

সোশ্যাল মিডিয়া